স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন, নিজের জন্মভূমির হয়েও করেছেন। দুই দেশের হয়ে সেঞ্চুরি করা গ্যারি ব্যাল্যান্স ব্যাট-প্যাড তুলে রাখলেন। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না ইংল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে শতক হাঁকানো এই ক্রিকেটারকে।
ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন, শতক হাঁকিয়েছেন। মাস কয়েক আগে ইংল্যান্ড ছেড়ে ফিরে যান নিজের জন্মভূমি জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ের হয়েও টেস্ট ক্রিকেটের অভিষেক সেঞ্চুরি করেন গ্যারি। তবে ক্যারিয়ার আর বড় করলেন না। দ্রুতই অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে গ্যারি অবসরের সিদ্ধান্ত জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভেবেছিলাম জিম্বাবুয়ের হয়ে ক্রিকেটে ফেরে আমাকে নতুন সুখ এনে দেবে। সুযোগ দেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
ইংল্যান্ডের হয়ে খেলা এই ক্রিকেটার চলতি বছর জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে মাঠে নামেন। ১২ জানুয়ারি টি-২০, ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে অভিষেক হয় তার। টেস্ট অভিষেকে জিম্বাবুয়ের জার্সিতে ১৩৭ রানের ঝলমলে ইনিংসও খেলেন তিনি।
ক্রিকেটের জনক ইংলিশদের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে হাঁকিয়েছেন চার শতক। দুই দেশের হয়ে সেঞ্চুরির সুখ স্মৃতি পাওয়া গ্যারি ব্যাল্যান্স ক্রিকেটকে বিদায় জানালেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post