স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন ইনজামাম-উল-হক। ২০১৬ সালেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১৯ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
এদিকে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টেকনিক্যাল কমিটি ঘোষণা করে। যার প্রধান হিসেবে নিয়োগ পান মিসবাহ-উল-হক। সাবেক এই অধিনায়কের সাথে একই কমিটিতে আছেন ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ। এর মধ্যে ইনজামামকে এবার নতুন পদও দিয়েছে পিসিবি।
নতুন দায়িত্ব পাওয়ায় আর পিসিবির ক্রিকেট টেকনিক্যাল কমিটিতে নাও থাকতে পারেন ইনজামাম। এই ব্যাটিং গ্রেটের নির্বাচক হিসেবে প্রথম দায়িত্ব চলতি মাসে শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দল ঘোষণা করা। এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি মেগা ইভেন্টে খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব পালন করবেন ইনজামাম।
২০১৬ সালে প্রথম পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পান ইনজামাম। পরের বছরই পাকিস্তান দল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। ইনজামামের সাথে পিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সালের জুলাই পর্যন্ত। তবে এরপর আর পিসিবি ও ইনজামামের সম্পর্ক এগোয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post