স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় নিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টা রিকা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অবস্থিত সোফি পার্কে মঙ্গলবার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। নিশ্চিতভাবেই জয় দিয়ে আসর শুরু করতে চায় টুর্নামেন্টটির ৯ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের আগে ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন যেভাবে সাফল্য পেতে পারে দল। ধারাবাহিকতা ও ভারসাম্যের মাধ্যমতেই সফল হতে চায় সাম্বা ফুটবলের দেশ। চলতি বছরের শুরুতে ব্রাজিলের দায়িত্ব নেওয়া এই কোচ, খুব বেশি সময় সুযোগ পাননি দলের সাথে কাজ করার। ব্রাজিল দল মাত্র চারটি ম্যাচ খেলেছে তার অধীনে। তাই নিজেই মেনে নিচ্ছেন, পুরো দলের সমন্বয় তিনি করতে পারেননি।
দরিভাল জুনিয়র বলেন, ‘মাত্র মাস তিনেক আগে গড়া একটা দল, যেখানে ছেলেরা ১৫-২০ দিন কাজ করার পর চলে যায়, তাদের মধ্য থেকে আমাদেরকে ভারসাম্য বের করে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফুটবল অনুশীলনে প্রস্তুতি পর্ব কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। আর সে কারণেই আমরা ওদের প্রত্যেককে ধারাবাহিক করার চেষ্টা করি। একটা আত্মবিশ্বাসী দল সুযোগ তৈরি করার জন্য খেলোয়াড়দের স্বতন্ত্রতা কাজে লাগাতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post