স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেট মানেই মহেন্দ্র সিং ধোনী। ভারতের ক্যাপ্টেনকুল খ্যাত এই ক্রিকেটার জাতীয় দলে না খেললেও জনপ্রিয়তা কমেনি একটুও। ব্যাট হাতে ধোনী মাঠে নামা মানেই পুরো স্টেডিয়াম ধোনী, ধোনী চিৎকারে মুখরিত।
ধোনী আসলেই কতটা জনপ্রিয়? তার একটা নমুনা দেখালেন কুইন্টন ডি ককের স্ত্রী। প্রোটিয়া ক্রিকেটারের হাতের ঘড়িতে ধরা পড়লো ধোনীর জনপ্রিয়তার চিত্র। ১৯ এপ্রিল লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
হেরে যাওয়া ম্যাচটিতে ধোনী মাঠে নামতেই স্লোগানে উত্তাল হয়ে ওঠে লক্ষ্ণৌর ঘরের মাঠ। ‘ধোনি… ধোনি’ স্লোগানে মেতে ওঠে গ্যালারি। পুরো স্টেডিয়াম এলাকায় সৃষ্টি হয় প্রচন্ড শব্দ দূষণ।
মাঠে নেমেই ধোনীও তার স্বভাবজাত খেলা শুরু করেন। চার-ছক্কায় ৯ বলে করেন ২৮ রান। তার ব্যাটিংয়ের পুরো সময়টা স্টেডিয়াম কেবল ধোনী ধোনীই চিৎকারে মুখরিত থাকে। পুরো ১০ মিনিটেরও বেশি সময় চলে এমন অবস্থা।
কুইন্টন ডি ককের স্ত্রী ধোনী ব্যাট করতে নামার সময়ে তার ঘড়ির স্ক্রিনের ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেখানে দেখা যায়, ধোনি যখন ব্যাট করতে নামেন, তখন স্টেডিয়ামের শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল ছাড়িয়েছে!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post