স্পোর্টস ডেস্কঃ হতাশায় মোড়া বিশ্বকাপ শেষে উইন্ডিজ সফরও হার দিয়ে শুরু হয়েছে ইংল্যান্ডের। ওয়ানডে সিরিজের প্রথমটিতে বড় পুঁজি নিয়েও জিততে পারে নি জস বাটলারের দল। রোববার রাতে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শেই হোপের অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকদের কাছে ৪ উইকেটে হেরেছে ইংল্যান্ড।
আগে ব্যাটিং নেমে ৩২৫ রানের বড় পুঁজি পেয়েছিল গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে চরম ব্যর্থ দল ইংল্যান্ড। দলে একাধিক পরিবর্তন নিয়ে তারা পাড়ি জমায় ক্যারিবীয় সফরে। স্বাগতিকদের হয়ে রান তাড়ায় আলিক আথানজের ফিফটি পর ৮৩ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংসে কাজ সেরে ফেলেন হোপ। তাতে সিরিজে এগিয়ে যায় উইন্ডিজ। প্রথম ওয়ানডেতে গতরাতে ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে খারাপ করেনি ইংলিশ ব্যাটাররা। নির্ধারিত ৫০ ওভারে ৩২৫ রান তুলে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৭১ রান করেন হ্যারি ব্রুক। ৭১ বলে ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। জ্যাক ক্রলি ৬৩ বলে করেন ৪৮ রান। ফিল সল্ট ২৮ বলে করেন ৪৫ রান। ২৬ বলে ৩৮ রান করে রানআউট হন স্যাম কারান। ব্রাইডন কার্স ২১ বলে অপরাজিত থাকেন ৩১ রান করে। ২৬ রান করেন উইল জ্যাক। ২০ রান আসে বেন ডাকেটের ব্যাট থেকে। জস বাটলার ৩ রান করে আউট হয়ে যান।
উইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি এবং ওশানে থমাস নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন অ্যালজারি জোসেফ এবং ইয়ানিক ক্যারিয়াহ। রান তাড়ায় নেমে শতরানের উদ্বোধনী জুটি গড়েন আথানাজে ও ব্র্যান্ডন কিং। ৩৫ রান করেন কিং। তবে ফিফটি তুলে নেন আথানাজে। ৬৫ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। এর পর উইন্ডিজকে জয়ের বন্দরে নিয়ে যান হোপ। শেষ ১০ ওভারে ১০৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ৮২ বলে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূর্ণ করে ৮৩ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন হোপ।শিমরন হেটমায়ার ৩০ বলে ৩২ রান করেন। রোমারিও শেফার্ডের ২৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস কার্যকর ভূমিকা রাখে জয়ে। ইংলিশ বোলারদের মধ্যে গাস অ্যাটকিনসন ও রেহান আহমেদ দুটি করে উইকেট পান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post