স্পোর্টস ডেস্কঃ প্রথম দুই ম্যাচে ব্যাটারদের অসহায় আত্মসমর্পনে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এই দুই টেস্টে দলে থাকলেও অ্যাশটন অ্যাগার খেলার সুযোগ পাননি। আর এবার তাকে ছেড়েই দিয়েছে অজিরা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে দেশে ফিরে গেছেন এই স্পিনিং অলরাউন্ডার।
টেস্ট না খেললেও আগামী মার্চে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য অ্যাগারকে দলে ফেরানো হতে পারে। যদিও সেই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো কিছু জানায় নি। আগামী অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপের জন্য তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। দুই দলের ওয়ানডে তিনটি হবে আগামী ১৭, ১৯ ও ২২ মার্চ।
এদিকে চলতি টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে ডেভিড ওয়ার্নার ও জশ হ্যাজেলউডের। চোটে পড়া দুই ক্রিকেটারই ফিরে গেছেন দেশে। তৃতীয় টেস্টে ক্যামেরন গ্রিনকে পেতে পারে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে ম্যাচ খেলার জন্য পুরো ফিট হয়ে উঠেছেন এই অলরাউন্ডার।
নাগপুরে প্রথম টেস্ট ইনিংস ও ১৩২ রানে হারে এবং দিল্লিতে দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে হার মানে অস্ট্রেলিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post