স্পোর্টস ডেস্কঃ চলতি মাসেই মেজর লিগ ক্রিকেট (এমএলসি) প্রথম আসর শুরু হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট পাড়ায় নতুন শোরগোল। বিশ্বের নামদামি সব তারকারাই খেলবে এই লিগে। মুলত এই লিগে ফ্র্যাঞ্চাইজি মালিকরা আইপিএলের দলগুলোরও মালিক। যার ফলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তারকাদেরই দেখা যাবে।
এদিকে আসর শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সুনীল নারিন সামলাবেন এমএলসিতে লস অ্যাঞ্জেলসের দায়িত্ব। এক বিবৃতিতে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের আসরে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে টেক্সাস সুপার কিংস এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলে আছেন জেসন রয়, মার্টিন গাপ্টিল, নীতীশ কুমার, রাইলি রুশো, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, অ্যাডাম জাম্পার মতো তারকা ক্রিকেটাররা। তাদের প্রধান কোচ করা হয়েছে সাবেক ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের ভরাডুবির পর দলটির দায়িত্ব ছেড়ে দেওয়া সিমন্সকে আগেই কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। এর আগে তিনি সামলাতে চলেছেন এমএলসি’র দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের কোচের দায়িত্ব।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের স্কোয়াড- সুনীল নারিন (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাডাম জাম্পা, জেসন রয়, লকি ফার্গুসন, মার্টিন গাপ্টিল, রাইলি রুশো, আলী খান, আলী শেখ, ভাস্কর ইয়াদরাম, কর্ন ড্রাই, জাসকরন মালহোত্রা, নীতীশ কুমার, সাইফ বদর, শ্যাডলি ভ্যান শালকওয়াইক ও উনমুক্ত চাঁদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post