স্পোর্টস ডেস্কঃ লুসিয়ানো স্পাল্লেত্তির অধীনে সবশেষ মৌসুমে অবিশ্বাস্য কাজ সপন্ন করে নাপোলি। তিন দশকেরও বেশি সময় পর সিরি আ চ্যাম্পিয়ন হয় ক্লাবটি। ম্যারাডোনার সাবেক ক্লাবকে ৩৩ বছরের অপেক্ষা ফুরিয়ে ইতালির সর্বোচ্চ লিগের ট্রফি জিতিয়ে আনন্দে ভাসান স্পাল্লেত্তি।
দলকে ট্রফি জেতানোর অসাধ্য কাজ সম্পন্ন করেই দায়িত্ব ছাড়েন স্পাল্লেত্তি। এক বছরের জন্য বিরতিতে যাওয়ার ঘোষণা দেন তিনি। তবে মাত্র তিন মাসের মাথায় আবারও কাজে ফিরলেন। এবার আর ক্লাবের নয়, পুরো ইতালি জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি।
স্পাল্লেত্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন। চুক্তির ৩ বছর মেয়াদ বাকি থাকতেই দায়িত্ব ছেড়ে দেওয়া রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত করা হয়েছে স্পাল্লেত্তিকে। ৬৪ বছর বয়সী এই কোচ আগামী ১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
এখন অব্দি স্পাল্লেত্তির সাথে চুক্তির মেয়াদ কতদিন, সেটি প্রকাশ করেনি ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, আগামী ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি। চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঢেরায় আগামী মাস থেকেই দেখা যাবে স্পাল্লেত্তিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post