স্পোর্টস ডেস্কঃ আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হককে চলতি বিপিএল শুরুর আগেই দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। তবে একটি ম্যাচেও তাদের মাঠে দেখা যায়নি। এই দুই ক্রিকেটার খেলছিলেন আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে।
যদিও আমিরাতের টি-টোয়েন্টি লিগে দুই আফগান ক্রিকেটার নাভিন-গুরবাজের দলের খেলা শেষ। চাইলে আসতে পারবেন বিপিএলে। তবে বরিশাল তাদেরকে ছেড়ে অন্য বিদেশী ক্রিকেটারদের খোঁজে।
বিপিএলের প্লে-অফে পাকিস্তানি ক্রিকেটারদের পাবে না বরিশাল। শুধু এই ফ্র্যাঞ্চাইজি নয়, আসন্ন পিএসএলে অংশ নিতে কোনো পাকিস্তানি ক্রিকেটারকেই পাবে না প্লে-অফ নিশ্চিত করা সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও বরিশাল। ফলে প্লে-অফের জন্য বাধ্য হয়ে নতুন ক্রিকেটার খোঁজতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের।
বরিশাল নাভিন-গুরবাজদের ছেড়ে দিলেও তাদের বিকল্প হিসেবে দলটির সঙ্গে আছেন চতুরাঙ্গা ডি সিলভা, ইব্রাহিম জাদরান ও করিম জানাত। এর বাইরেও বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারের সঙ্গে তাদের কথা চলছে। জানা গেছে শিগগিরই নতুন ক্রিকেটার যোগ দিবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলে।
Discussion about this post