স্পোর্টস ডেস্কঃ গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১০৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। এই অলরাউন্ডার এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রায় পাঁচশ ম্যাচ খেলেছেন। চলতি আসরে কলকাতার হয়ে নিয়মিত ইনিংস ওপেন করছেন এই বাঁহাতি ব্যাটার। ৬ ইনিংসে ২৭৬ রান করে এখনও পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার নারিন। ব্যাটিং গড় ৪৬, স্ট্রাইক রেট ১৮৭! ক্যারিয়ারের সেরা ইনিংস পেরিয়ে গেছেন এর মধ্যেই দুই দফায়। রাজস্থানের বিপক্ষে মঙ্গলবার বিধ্বংসী ব্যাটিংয়ে করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, ফর্মে থাকা নারিন কি সেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরবেন? এই অলরাউন্ডার জানিয়েছেন, বিশ্বকাপ তিনি ঘরে বসেই দেখবেন। কিন্তু গতকাল সেঞ্চুরির পর নারাইন যা বলেছেন, তাতে ক্যারিবীয় সমর্থকেরা খানিকটা আশা করতেই পারেন। জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাববেন কি না—এ প্রশ্নে তিনি বলেছেন, ‘দেখা যাক ভবিষ্যতে কী হয়।’ এদিকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েল বলেন, নারিনকে জাতীয় ফেরাতে সবরকম চেষ্টা তিনি করে যাচ্ছেন এবং সফল হওয়ার আশাও করছেন।
পাওয়েল বলেন, ‘গত ১২ মাস ধরে আমি তার কানের কাছে গুনগুন করেই যাচ্ছি (ফেরার ব্যাপার নিয়ে), তবে সে কারও কথা কানে তুলছে না। পোলার্ড, ব্রাভো, পুরান… ওর ঘনিষ্ঠ যারাই আছে, সবাইকে দিয়ে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানছে না সে। আশা করি, দল নির্বাচনের আগে কেউ তাকে রাজি করাতে পারবে।’ নারিনের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১১ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে। অবসরের আগে তিন সংস্করণ মিলিয়ে মোট ১২২টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে টেস্ট ৬টি, ওয়ানডে ৬৫টি এবং টি-টোয়েন্টি ৫১টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন এই তারকা ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post