স্পোর্টস ডেস্কঃ মুম্বাইতে আজ সোমবার নারী আইপিএলের নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে ৯ জন বাংলাদেশি নারী ক্রিকেটার নাম নিবন্ধন করলেও দল পাননি কেউ। পাঁচ দলে মোট ৮৭ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এর মধ্যে বিদেশি আছেন ৩০ জন। নিলামে বিদেশি ক্যাটাগরিতে নাম উঠেছে বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলমের। এছাড়া উদীয়মান ক্যাটাগরিতে স্বর্ণা আক্তারের নাম ওঠে।
নিলামে রাতারাতি কোটিপতি হয়েছেন স্মৃতি মান্ধানা ও হারমানপ্রিত কৌর। নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন মান্ধানা। ৩.৪ কোটি রূপিতে তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ রূপিতে বিক্রি হয়েছেন ভারত জাতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা, সালমা ও স্বর্ণা ছাড়াও নাম লিখিয়েছিলেন রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, রিতু মনি ও সোবহানা মোস্তারি। তবে তাদের কেউই দল পান নি প্রথম নারী আইপিএলে। এবারই প্রথম হতে যাচ্ছে আইপিএলের মেয়েদের সংস্করণ উইমেনস প্রিমিয়ার লিগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post