নিজস্ব প্রতিবেদকঃ চলমান নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নতুন ইতিহাস গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুলশান ইয়ূথ ক্লাবের বিপক্ষে নারী ক্রিকেট লিগে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে মোহামেডান। আগে ব্যাট করে ঐতিহ্যবাহী ক্লাবটি ৩ উইকেটে ৩৯২ রানের পাহাড়সম স্কোর গড়ে। যেটি কিনা নারীদের ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান।
আর এই রানের পেছনে কারিগর মুর্শিদা খাতুন হ্যাপি ও সোবহানা মোস্তারি। দুজনই হাঁকিয়েছেন সেঞ্চুরি। তবে ১৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে নতুন রেকর্ড গড়েছেন মুর্শিদা। তার ১৫৭ বলে ২৩ বাউন্ডারি ও ২ ছক্কায় করা ইনিংসটি লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। এদিকে সোবহানা ১০১ বলে ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায় খেলেছেন ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক মোহামেডান। দলের পক্ষে দুই ওপেনার জেসিয়া আক্তার ও মুর্শিদা মিলে মাত্র ১৭.৪ ওভারে ১৩৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। ৪১ বলে ১১ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ৭৫ রানের ইনিংস খেলে ভারতীয় ক্রিকেটার জেসিয়া বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর মুর্শিদার সাথে সোবহানা মিলে ২৫৭ রানের অনবদ্য জুটি গড়ে দলের রান প্রায় চারশ’র কাছাকাছি নিয়ে যান। ইনিংসের একবল বাকি থাকে আউট হন সোবহানা। এরপর উইকেটে এসে গোল্ডেন ডাকের দেখা পান আয়েশা রহমান।
গুলশান ক্লাবের হয়ে ৯ ওভারে ৬৬ রান খরচায় ৩টি উইকেটই নেন ফারিহা আক্তার।
৩৯৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে মাত্র ১৪১ রানে গুঁটিয়ে যায় গুলশান ইয়ূথ ক্লাবের ইনিংস। বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতায় টেনে-টুনে দেড়শ’ও পার হয়নি দলটির ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সন্দীহা ইসলাম আশা। সুরিয়া আজমিনের ব্যাট থেকে আসে ২৯ রান।
মোহামেডানের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন রুমানা আহমেদ। সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা ও সেবেকুন নাহার ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post