স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অবিশ্বাস্য কীর্তি গড়েছে রাজস্থান রয়্যালস। মঙ্গলবার রাতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২২৪ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে দলটি। আর সেই জেতার পথে অনবদ্য ইনিংস খেলেছেন জস বাটলার। ৫৫ বলে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৬০ বলে ৯ বাউন্ডারি ও ৬ ছক্কার মারে ১০৭ রান করে অপরাজিত থাকেন এই তারকা।
ইংলিশ ক্রিকেটার দলকে একেবারে জিতিয়ে মাঠ ছেড়েছেন। নিজের ক্যারিয়ারের সেরা টি-টোয়েন্টি ইনিংস খেলার পথে আত্মবিশ্বাস ধরে রাখাকেই সফলতার কারণ হিসেবে মানছেন বাটলার। আসরের শুরুটা একদমই ভালো হয়নি বাটলারের। হতাশা কাজ করছিল। তবে নিজেকে বুঝিয়েছেন এমনটা হতেই পারে। শেষ পর্যন্ত আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। অনুপ্রেরণা নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিদের ইনিংস থেকে।
বাটলার বলেন, ‘নিজের উপর আত্মবিশ্বাস রাখাটাই, আসল কাজ করে দিয়েছে। আমি টুর্নামেন্টের প্রথম দিকে ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পাচ্ছিলাম না। ধীরে ধীরে আমি সেটা ফিরে পাই। এটা যখন হয়, তখন হতাশ হয়ে যাচ্ছি বলে মনে হয়। তখন আবার নিজেকেই প্রশ্ন করি। নিজেকেই বলি, এটা হতে পারে। চিন্তার কোনো কারণ নেই।’
বাটলার আরও বলেন, ‘আইপিএল চলাকালীন এমন অনেক ঘটনারই সাক্ষী হতে পারেন, যার আসলে কোনো ধরনের যুক্তিই নেই। ধোনি-কোহলির মতো ক্রিকেটাররা ম্যাচের একেবারে শেষ পর্যন্ত টিকে থাকে। নিজেদের শক্তির উপর বিশ্বাস রাখে। আমি সেভাবেই আত্মবিশ্বাস ধরে রেখেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post