স্পোর্টস ডেস্কঃ দেশে চলছে নির্বাচনের আমেজ। আগামী ৭ জানুয়ারি হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তিনি। সেই নির্বাচন নিয়েই ব্যস্ত এখন বিশ্বসেরা অলরাউন্ডার।
নির্বাচনের ডামাডোলের মাঝেই এবার অনুশীলনে ফিরলেন সাকিব। নিজ এলাকা মাগুরা জেলা স্টেডিয়ামে বিকালে অনুশীলনে আসেন এই তারকা। জাতীয় দলের অধিনায়ক ইনজুরিতে আছেন বিশ্বকাপ থেকে। সেই আঙ্গুলের চোট কাটিয়ে প্রথবার অনুশীলনে দেখা গেল তাকে। যা চমকেরই বটে।
আনুষ্ঠানিকভাবে শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এখন ভোট গ্রহণের জন্য শেষ মূহুর্তের প্রস্তুতির অপেক্ষা। তবে এদিনই সাকিবকে দেখা গেল নির্বাচনের মাঠ ছেড়ে খেলার মাঠে। যে মাঠ থেকে সাকিবের পথচলা শুরু, সেই মাগুরা জেলা স্টেডিয়ামে অনুশীলনে আসেন। তার সাথে ছিলেন বিসিবির ট্রেনার। সাকিবের সাথে দেখা যায় আরও দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপুকে।
শুরুতেই ওয়ার্ম আপ অনুশীলনে বেশ খানিক সময় ঘাম ঝড়ান সাকিব। এরপর থাকে বল নিয়ে শ্যাডো থ্রোয়িং করতে। সবশেষ ফুটবল খেলেন। গেল প্রায় এক মাস ধরে নির্বাচনের কাজে ব্যস্ত এই বাঁহাতি তারকা। নির্বাচনে জয়ী হতে দিনরাত এক করে দিচ্ছেন। যার ফলে ফিটনেস নিয়ে কাজ করার সময় পাচ্ছিলেন না খুব একটা। নির্বাচনের কাজ একটু কমতেই এবার ফিটনেস নিয়ে কাজ শুরু করলেন তিনি।
সামনেই আসছে বিপিএল। রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। বিপিএলকে সামনে রেখেই সাকিবের সেই অনুশীলন শুরু। দীর্ঘ প্রায় দুই মাস ধরে তিনি খেলার বাইরে রয়েছেন। বিপিএল দিয়েই মাঠে ফিরবেন সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post