স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাতুম নিশাঙ্কা। শ্রীলঙ্কার এই ওপেনার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। দেশটির সংবাদ মাধ্যম এমনটিই জানিয়েছে। এদিকে টি–টোয়েন্টি সিরিজেও হয়তো দেখা যাবে না তাঁকে।
জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে স্বাভাবিকভাবে নেই নিশাঙ্কা। তাঁর জায়গায় ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী শেভন ড্যানিয়েল। তিনি দেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন, এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি। সুযোগ পান নি প্রথম ওয়ানডেতেও।
গত বছর ৪৪.২৬ গড় ও ৮৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৫১ রান করেন নিশাঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সফল এই ওপেনার, চার ইনিংসে ব্যাট করে দেশটির বিপক্ষে তার গড় ৮২.৩৩। এদিকে শেভনকে ওপেনার হিসেবে দলে ডাকা হলেও আভিস্কা ফার্নান্দো ও অধিনায়ক কুশল মেন্ডিস ওপেনিংয়ে ব্যাট করবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post