স্পোর্টস ডেস্কঃ উয়েফা কনফারেন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগ থেকে নিষিদ্ধ হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন এই গোলরক্ষক এক ম্যাচে খেলতে পারবেন না। উয়েফা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।
মূলত কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এক হলুদ কার্ড ও দ্বিতীয় লেগে একই ম্যাচে দুই হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক। ফ্রেঞ্চ ক্লাব লিলের বিপক্ষে ম্যাচের ৩৯ মিনিটে সময় নষ্টের কারণে প্রথম হলুদ কার্ড দেখেন মার্টিনেজ। পরবর্তীতে টাইব্রেকার চলাকালীন সময়ে শট নিতে আসা প্রতিপক্ষের ফুটবলারদের নানান ভঙ্গিমায় মনোযোগ নষ্ট করার চেষ্টা করেন। রেফারি সতর্ক করলেও না থামায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। যদিও নিয়মের বেড়াজালে মাঠ ছাড়তে হয়নি তাকে।
তবে দুই ম্যাচে তিন হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে মার্টিনেজকে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক খেলতে পারবেন না সেমি ফাইনালের প্রথম লেগে। আগামি ৩ মে রাত ১টায় ইউরোপা কনফারেন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াসোর বিপক্ষে মাঠে নামবে অ্যাস্টন ভিলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post