নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে তালু ফাটিয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন তৌহিদ হৃদয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার পক্ষে ২ সপ্তাাহ খেলা সম্ভব না। চট্টগ্রাম পর্বে শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সকে খেলতে হচ্ছে ফর্মের চুরোয় থাকা ব্যাটারকে ছাড়া।
সোমবার চট্টগ্রাম পর্বের তৃতীয় দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে সিলেট মাঠে নেমেছে ঢাকার বিপক্ষে। দুপুর ১.৩০ টায় শুরু হবে এই ম্যাচ। ইতোমধ্যে ম্যাচের টস পর্ব সম্পন্ন হয়েছে। ঢাকার অধিনায়ক নাসির হোসেন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আগে ফিল্ডিং করবে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট। একাদশে চোটের কারণে ঠাই হয় নি হৃদয়ের। তার বদলে সুযোগ পেলেন রুবেল হোসেন। এছাড়া নাজমুল ইসলাম অপুও এবারের আসরে প্রথমবার মাঠে নামছেন আজ।
সিলেট একাদশ থেকে বাদ পড়েছেন রেজাউর রহমান রাজা। তার জায়গায় এসেছেন রুবেল। আর হৃদয়ের বদলে খেলছেন স্পিনার নাজমুল। এদিকে ঢাকার একাদশে এসেছে পরিবর্তন। প্রথমবারের মতো মাঠে নেমেছেন বৃটিশ বংশোদ্ভুত রবিন দাস। আজ সিলেটের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিষেক হচ্ছে এই ক্রিকেটারের।
সিলেট স্ট্রাইকার্স একাদশঃ মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, আকবর আলী, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।
ঢাকা ডমিনেটরস একাদশঃ দিলশান মুনাবিরা, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, উসমান গনি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদস ও রবিন দাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post