স্পোর্টস ডেস্ক:: মৌসুম শেষ নেইমারের। পিএসজি জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকা এই মৌসুমে আর খেলতে পারবেন না। তবে নেইমার জানিয়েছেন, তিনি ফিরতে চান আরো শক্তিশালী হয়ে। নেইমার তথা পিএসজির সমর্থকেরাও বেশ ‘হতাশ’ তারকার এমন দুঃসংবাদে।
পিএসজির এই তারকা গত ফেব্রুয়ারি থেকেই চোটে ভুগছেন। মাঝে মধ্যে তার মাঠে ফেরার গুঞ্জন উঠে। তবে তিনি চোটের সঙ্গে লড়াইয়ে পেরে উঠছিলেন না। এবার পিএসজি আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে, ব্রাজিলিয়ান তারকার এই মৌসুমে মাঠে নামার সুযোগ নেই।
ফরাসি জায়ান্টরা জানিয়েছে, গোড়ালির চোটে থাকা এই তারকার অস্ত্রোপাচার করাতে হবে। সবশেষ লিলের বিপক্ষে ম্যাচে পায়ে ব্যাথা নিয়ে মাঠ ছেড়ে ছিলেন নেইমার। এরপর আর মাঠে ফেরা হয়নি। ফেরার চেষ্টা করলেও চোটের সঙ্গে লড়াই করে পারেননি তিনি।
পুরো মৌসুমে নেইমারকে মাঠে থাকতে হবে জানিয়ে বিবৃতিতে পিএসজি জানায়, ‘নেইমার জুনিয়র গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চােট পেয়েছে। ২০ ফেব্রুয়ারি তার চোটের পর পিএসজির মেডিকেল স্টাফরা বড় ধরনের ক্ষতি এড়াতে তার লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশনের পরামর্শ দিয়েছে। সব অভিজ্ঞরাই এই প্রয়োজন নিশ্চিত করেছেন।’
কাতারের দোহায় অস্ত্রোপাচার হবে জানিয়ে পিএসজি বিবৃতিতে লিখেছে, নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অনুশীলনে ফেরার আগে তাকে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।’
এদিকে ক্লাবের এমন বিবৃতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার ঘোষণা দিয়েছেন নেইমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post