স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলিয়ান ক্লাবে নাম লেখালেন উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজ। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যোগ দিলেন সাবেক এই বার্সেলোনা তারকা। ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে ২০২৪-এর শেষ পর্যন্ত গ্রেমিওতে থাকবেন তারকা স্ট্রাইকার।
৩৫ বছর সুয়ারেজ খেলেছেন লিভারপুল, বার্সেলোনা, আয়াক্স আমস্টারডাম এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মত ক্লাবে। গত বছর তিনি দক্ষিণ আমেরিকার ক্লাব ন্যাসিওনালে খেলেছেন। ২০০৫ সালে এই ক্লাবের হয়েই সিনিয়র ক্যারিয়ার শুরু করেন সুয়ারেজ। পুরোনো ক্লাবে দ্বিতীয় দফায় ১৬ ম্যাচ খেলে করেন ৮ গোল। এবার আরেক ঠিকানায় পাড়ি দিলেন তিনি।
সুয়ারেজ সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন বার্সেলোনায় কাটানো ক্যারিয়ারের দুর্দান্ত সময়ের জন্য। লিওনেল মেসি, নেইমার আর সুয়ারেজ মিলে ভয়ঙ্কর ত্রয়ী হয়ে উঠেছিলেন ক্লাব ফুটবলে। দারুণ সময় এক সঙ্গে কাটিয়ে ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে গেলেও থেকে যান সুয়ারেজ। তৈরি হয় মেসি-সুয়ারেজ নতুন জুটি। সেই জুটি স্পেনের ক্লাবকে একের পর এক ট্রফি দিয়ে যায়। মেসির সঙ্গে তৈরি হয়েছিল গভীর বন্ধুত্ব। যা এখনও রয়েছে।
২০২০ সালে বার্সেলোনা ছাড়ার পর আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছেন সুয়ারেজ। এরপর তিনি ফিরে যান উরুগুয়ের ক্লাবে। সেখান থেকে এবার ফ্রি ট্রান্সফারে নাম লেখালেন ব্রাজিলের গ্রেমিওতে। এর আগে কাতালানদের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে ন্যু ক্যাম্প ছাড়েন সুয়ারেজ। ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন তিনি।
নীল-মেরুন জার্সিতে সুয়ারেজ জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, চারটি করে লা লিগা ও কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা। বার্সার ছেড়ে মাদ্রিদে পাড়ি দিয়ে জিতেছেন একটি লিগ শিরোপাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post