স্পোর্টস ডেস্কঃ নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর আগে একই মাঠে জেতা তৃতীয় ওয়ানডেতেও টস জিতে আগে বোলিং করেছিল টাইগাররা। টি-টোয়েন্টিতেও এবার একই পথে হাঁটল তারা।
আজকের ম্যাচ দিয়ে প্রায় ১৬ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামছেন মেহেদি হাসান। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে এই সংস্করণে খেলেছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার। তিন পেসারে সাজানো পেস বিভাগে তানজিম ছাড়াও আছেন শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। একাদশে জায়গা পাননি মেহেদি হাসান মিরাজ। তিন পেসারের সঙ্গে খেলবেন লেগ স্পিনার রিশাদ ও অফ স্পিনার মেহেদি। এদিকে নিউজিল্যান্ড একাদশে সুযোগ হয় নি ড্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮৯তম ক্রিকেটার তিনি। ২১ বছর বয়সী পেসার গত সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে (ওয়ানডে) যাত্রা শুরু করেছিলেন। এবার টি-টোয়েন্টিতে অভিষেক ক্যাপ পেলেন মুস্তাফিজুর রহমানের হাত থেকে।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশঃ মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি ও টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post