স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আরেকবার পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমে গোল করেও জিততে পারল না কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। সবশেষ গত মার্চেও বেতিসের মাঠে জিততে পারেনি রিয়াল।
বেটিসের মাঠে পয়েন্ট হারালেও অবশ্য হতাশ নন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। প্রতি ম্যাচে জয় পাওয়া যাবে না বলেই কথা ইতালিয়ান কোচের। তিনি বলেন, ‘আমার মনে হয় এই ফল ভালো। আমি নিজেদের খেলার মধ্যে ছিলাম, যেটা ভালো ব্যাপার। আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং প্রতিপক্ষও ভালো খেলেছে। খুশি মনেই বাড়ি ফিরব, আর আমরা কিন্তু এখনো শীর্ষে আছি। এই মাঠে খেলা এমনিতেই কঠিন। আমরা এখন পরের ম্যাচগুলো নিয়েই ভাবছি।’
আনচেলত্তি আরও বলেন, ‘সবচেয়ে খারাপ যে ব্যাপারটি হয়েছে, তা হলো তারা দারুণ একটি গোল করেছে। রুবিয়াল অসাধারণ একটি গোল করেছে। আর এই গোলে তারা সমতায় ফিরেছে। আপনি প্রতিটি ম্যাচ জিততে পারবেন না। আমরা ভালো খেলেছি এবং আমরা ভবিষ্যতেও ভালো খেলব।’
টানা তিন জয়ের পর লিগে ফের হোঁচট খেলেও আপাতত লিগ টেবিলের শীর্ষেই আছে রিয়াল। তবে রোববার বার্সেলোনার বিপক্ষে জিতলে শীর্ষে উঠবে জিরোনা। ১৬ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৩৮। জিরোনার সমান ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রিয়াল বেতিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post