স্পোর্টস ডেস্কঃ পয়েন্ট হারিয়ে ২০২২ সাল শেষ করলো ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে সিটিজেনরা ১-১- গোলে ড্র করেছে এভারটনের বিপক্ষে। এই ড্রয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্সেনালের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নদের ব্যবধান দাঁড়াল চারে। সিটির এই পয়েন্ট খোয়ানো লিগ শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এই নিয়ে লিগে সবশেষ তিন রাউন্ডে দুটিতে পয়েন্ট হারাল সিটি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর গত সপ্তাহে লিডস ইউনাইটেডের মাঠে জিতেছিল তারা। ঘরের মাঠে নেমে আবারও হোঁচট খেল চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের সামনে সুযোগ এখন ব্যবধান বাড়িয়ে নেওয়ার। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
২৪তম মিনিটে সিটিকে এগিয়ে নেন আর্লিং হল্যান্ড। রিয়াদ মাহরেজের ডান দিকে বাড়ানো বল থেকে প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলটি করেন এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে তার গোল হলো ২১টি। ৬৪ মিনিটে গোল করে এভারটনকে সমতায় ফেরান ডেমারাই গ্রে। মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে সিটির ডি বক্সে ঢুকে ডান পায়ের শট নেন গ্রে। শট নেওয়ার আগে কিছুটা পিছলে গিয়েছিলেন তিনি, তবে তাতে দমেননি গ্রে। গোল হজম করার পর আক্রমণের ধার বাড়ায় সিটি। কিন্তু শেষ পর্যন্ত আর গোল পায় নি পেপ গার্দিওলার দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post