স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলের জয় পেয়েছিল লিভারপুল। তবে এই জয়ের পরের ম্যাচেই লিভারপুল আবার পথহারা। শনিবার এফসি বোর্নমাউথের মাঠে ইয়ুর্গেন ক্লপের দল হেরে গেছে ১-০ গোলে।
ম্যাচের পর কোচ ইয়ুর্গেন ক্লপ অকপটে বললেন, প্রতিপক্ষের পরিকল্পনার জালেই বন্দি ছিল তার দল। ক্লপ বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা যেভাবে দেখাতে এবং করতে চেয়েছিলাম, খেলাটা তার প্রায় উল্টো হয়েছে। আমি মনে করি, ম্যাচের প্রায় পুরোটা বোর্নমাউথের চাওয়া অনুসারে আমরা খেলেছি এবং হয়তো অল্প কয়েক মিনিট, অল্প কিছু মুহূর্ত আমরা সেটা করেছি যা মূলত আমরা করতে চেয়েছিলাম।’
এই হারের পর ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আপাতত লিগের ৫ নম্বরে লিভারপুল। বোর্নমাউথ সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে। শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post