স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-২০ খেলেছেন। তিন ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলা ক্রিকেটার জাতীয় সুযোগ না পেয়ে অবশেষে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। দেশটির নাগরিকত্ব নিয়ে খেলছেন স্থানীয় ক্রিকেটে। তিনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফাওয়াদ আলম।
যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট টি-২০’র দল শিকাগো কিংসম্যানে খেলবেন ফাওয়াদ আলম। দেশী কোটায় ক্লাবটি নিবন্ধন করিয়েছে তাকে। অর্থাৎ তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। দেশটির সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর পরেই অবস্থান মাইনর লিগ ক্রিকেটের।
পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট, ৩৮টি ওয়ানডে এবং ২৪টি টি-২০ ম্যাচ খেলেছেন ফাওয়াদ। আছে সেঞ্চুরির ইনিংসও। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ২০২০ নালে। ফিরেই নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেন। ২০২২ সালে দল থেকে বাদ পড়েন ফর্মহীনতায়।
এরপরই ‘উপেক্ষিত’ ফাওয়াদ আলম যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কায়েদ-ই-আজম ট্রফিতে প্রতি মৌসুমেই রানের ফোয়ারা ছুটেছে তার ব্যাটে। ১৯ বছরে ২০১টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে রানসংখ্যা ১৪ হাজার। এরপর জাতীয় দলে সুযোগ না পেয়ে দেশ ছাড়েন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post