স্পোর্টস ডেস্কঃ টালমাটাল অবস্থা পাকিস্তান ক্রিকেটে। বিশ্বকাপে যাচ্ছেতাই পারফর্ম করছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এরই মধ্যে দলটির প্রধান নির্বাচক ইনজামাম উল হক পদত্যাগ করেছেন। সাবেক এই ক্রিকেটার পাকিস্তানের খেলোয়াড়দের একটি এজেন্ট কোম্পানির অংশীদার বলে অভিযোগ উঠেছে। স্বার্থ সংঘাতের অভিযোগের প্রেক্ষিতে দায়িত্ব ছেড়েছেন তিনি।
নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ইনজামাম বলেন, ‘পিসিবি থেকে আমাকে ফোন করা হয়েছিল। বোর্ডের সংবিধান অনুযায়ী, স্বার্থ সংঘাতের কথা বলেছে। আমার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আর তাই আমার মনে হয়েছে, পদত্যাগ করাই উত্তম সিদ্ধান্ত। আমি বোর্ডকে বলেছি, আমার কোন এজেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক নেই। তাদের তদন্ত করতে বলেছি।’
ইনজামামের বিরুদ্ধে এমন অভিযোগ আসার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরবর্তীতে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবে এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পিসিবি ম্যানেজমেন্টকে সুপারিশ করবে। এক টিভি চ্যানেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ জানান, কোম্পানিটির সঙ্গে ইনজামামের যোগ নিয়ে তদন্ত করা হবে। তিনি আশ্বাস দেন, ইনজামামকে ফোন করে জিজ্ঞাসাবাদ করা হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post