স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। শনিবার আহমেদাবাদে বড় জয় পেয়েছে রোহিত শর্মার দল। পাকিস্তানের করা ১৯১ রান তাড়ায় ৭ উইকেটে জিতেছে তারা। ঝড়ো ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত। ফিফটি হাঁকিয়েছেন শ্রেয়াস আইয়ারও।
বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ভারত। এদিকে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে টানা আট জয়ের রেকর্ড গড়েছে তারা। রান তাড়া করতে নেমে ২৩ রানে প্রথম ধাক্কা খায় ভারত। শুভমান গিল ১৬ রান করে আউট হন। অন্য প্রান্তে রোহিত শর্মা ঝড়ো ব্যাটিং করলেও বিরাট কোহলি ফিরে যান ১৬ রান যোগ করে। তবে অধিনায়ক রোহিতই ম্যাচ ভারতের হাতে এনে দিয়ে আউট হন।
রোহিত খেলেন ৬৩ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস। ছয়টি করে চার ও ছক্কা মারেন ‘হিটম্যান’ খ্যাত এই ওপেনার। আগের ম্যাচেও ঝড়ো ইনিংস খেলেছিলেন এই ওপেনার। শ্রেয়াস আইয়ার ৫৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ৩১ ওভারেই জয় এনে দেন। ৬২ বলে ৩ চার ও ২ ছক্কায় এই ইনিংস খেলেন আইয়ার।
এর আগে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়া পাকিস্তান অলআউট হয় ১৯১ রানে। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক দারুণ শুরু এনে দিয়েছিলেন দলকে। প্রথম ৮ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা। ৮ম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। ক্রিজ ছাড়ার আগে ২৪ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শফিক।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ইমাম উল হকও। এই ওপেনার আজ শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। হার্দিকের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন। ৩৮ বলে ৬ চারে ৩৬ রান করেছেন তিনি। বাবর আজম স্বরূপে ফিরলেন আজ। দুই ওপেনার দ্রুত সাজঘরে ফেরার পর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন তিনি।
চলতি বিশ্বকাপে প্রথম ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৫০ রান। ৫৮ বলে ৭ চারে সাজান এই ইনিংস। এরপরই পথ হারায় পাকিস্তান। ৩৩তম ওভারে কুলদীপ যাদবের বলে সউদ শাকিল ফিরে যান। ১০ বলে মাত্র ৪ রান করেন এই ব্যাটার। একই ওভারে ফিরেছেন ইফতিখার আহমেদও। এই অভিজ্ঞ ব্যাটার লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকেও এসেছে ৪ রান।
পরের ওভারেই ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৯ রান করে জাসপ্রিত বুমরাহরা বলে বোল্ড হয়েছেন তিনি। ৬৯ বলে ৭ চারে ৪৯ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। এক ওভার পর আক্রমণে ফিরে শাদাব খানকেও বোল্ড করেছেন বুমরাহ। ২ রানের বেশি করতে পারেন নি শাদাব। মোহাম্মদ নওয়াজও হাল ধরতে পারেন নি আজ। শেষদিকে হাসান আলীর ১২ রানে দুইশোর কাছাকাছি যেতে পারে পাকিস্তান। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছে জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post