নিজস্ব প্রতিবেদকঃ শিরোপার স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশ ৬ ম্যাচের ৫টিতে হেরেছে। আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া সাকিব আল হাসানের দলের প্রাপ্তির খাতা শূন্য। সবশেষ শনিবার বিশ্বকাপ বাছাই পর্ব পার করে আসা নেদ্যারল্যান্ডসের বিপক্ষে পরাজয় টাইগারদের দেখাল আরও বড় বাস্তবতা।
কলকাতায় বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নেদারল্যান্ডসের ২২৯ রানের জবাবে মাত্র ১৪২ রানে অলআউট হয়েছে টাইগাররা। ৮৭ রানের বড় জয় পেয়েছে চলতি আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া ডাচরা। এই হারে সেমিফাইনালের আশা আরও ক্ষীণ হয়েছে সাকিব-মুশফিকদের।
নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হারের পর এ ভেন্যুতেই দুই দিন পর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ নিয়ে তাঁর ভাবনা কেমন, এমন এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবার সুযোগ নেই। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের চাঙা রাখতে হবে। আর কোনো সুযোগ নেই।’
এদিকে বাংলাদেশ দলে অনেক পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখেন সাকিব। তবে সেসব নিয়ে এখনই মুখ খুলতে চান না। সাকিব বলেন, ‘এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়তো প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি বলি, অনেক কিছু পরিবর্তন করতে হবে। তবে সেসব বলার সময় এখন নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post