নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের আসরে সর্বোচ্চ রানের ‘রেকর্ড’ গড়েছে চিটাগাং কিংস। পাকিস্তানী তারকা উসমান খানের সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে ২১৯ রান তুলেছে বন্দনগরীর দলটি। উসমান খান একের পর এক বাউন্ডারিতে নাজেহাল করে ছেড়েছেন রাজশাহীর তাসকিন, শরিফুল-সোহাগ গাজীদে।
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি এলো পাকিস্তানী তারকার ব্যাটে। হলো দলীয় সর্বোচ্চ রানের ‘রেকর্ড।’ জয়ের জন্য রাজশাহীকে ২২০ রান করতে হবে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেই ওপেনার পারভেজ ইমনকে হারায় চিটাগাং কিংস। দলীয় ১ রানে ব্যক্তিগত রানের খাতা খুলার আগেই ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফিরে যান ইমন। আরেক ওপেনার উসমান খান গ্রাহাম ক্লার্ককে নিয়ে দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন। ১১তম ওভারের পঞ্চম বলে দলীয় ১২১ রানে গ্রাহামের বিদায়ে ভাঙে তাদের জুটি। পাঁচ চার ও দুই ছক্কায় ২৫ বলে ৪০ রান করেন তিনি।
চারে নামা অধিনায়ক মিঠুনকে নিয়ে তৃতীয় উইকেটে সেঞ্চুরিয়ান উসমান গড়েন ৬৩ রানের জুটি। ১৬তম ওভারের শেষ বলে দলীয় ১৮৪ রানের মাথায় মিঠুনের বিদায়ে ভাঙে সেই জুটি। দু’টি করে চার ও ছ্কায় ১৫ বলে ২৮ রান করেন কিংসের অধিনায়ক। অন্য প্রান্তে তখন ইসমান খান ঝড় শুরু করেন। রাজশাহীর বোলারদের তুলোধুনো করতে থাকেন।১৯তম ওভারের প্রথম বলে তিনি সাজঘরে ফেরার আগে তুলে নেন এবারের বিপিএলের সেঞ্চুরি। দলীয় ২০১ রানে বিদায়ের আগে ১২৩ রানের ‘বিস্ফোরক’ ইনিংস খেলেন। ৬২ বলের সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ১৩ টি চার আর ছয়টি ছক্কায়। শেষ দিকে হায়দার আলীর অপরাজিত ১৯ রানে কিংসরা থামে পাঁচ উইকেটে ২১৯ রানে।
রাজশাহীর হয়ে তাসকিন দু’টি, রায়ান বার্ল, শরিফুল ও সোহাগ গাজী একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম./নিপ্র.ডেস্ক/০০