স্পোর্টস ডেস্কঃ বাবর আজম দায়িত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। আর টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ।
বিশ্বকাপের বাবরের নেতৃত্বে পাকিস্তান দল চরম ব্যর্থ হয়। ব্যর্থ হন তিনি নিজেও। বিশ্বকাপ শুরুর আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক দিনের ক্রিকেটে এক নম্বর দল ছিল পাকিস্তান। সেই দল বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারেনি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটি বিভাগেই ব্যর্থ ১৯৯২ বিশ্বচ্যাম্পিয়নরা। দেশে ফিরেই তাই নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি।
Discussion about this post