স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজম্যান্টে পরিবর্তন এসেছে। রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর অন্তবর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া নাজাম শেঠি মেয়াদ শেষ হওয়ার পর সাম্প্রতিক সময়ে পদত্যাগ করেছেন। তার জায়গায় এবার স্থলাভিষিক্ত হয়েছেন জাকা আশরাফ।
পিসিবির নতুন ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান হিসেবে জাকা আশরাফকে নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র পিসিবির চেয়ারম্যান নয়, পিসিবির অন্তবর্তীকালীন জাতীয় দলের প্রধান নির্বাচক পদও খালি হয়েছিল। দায়িত্ব পাওয়া হারুনুর রশিদ সরে গেছেন।
সেই জায়গায় এবার নতুন প্রধান নির্বাচক চায় পিসিবি ম্যানেজম্যান্ট। পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ সেই প্রধান নির্বাচক পদের জন্য মোহাম্মদ হাফিজকে প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই তারকার সাথে বৃহস্পতিবার বৈঠক করে, সেই প্রস্তাব দিয়েছেন জাকা আশরাফ। একইসাথে পিসিবির একাডেমির গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা হয় বলে ওঠে এসেছে পাকিস্তানের গণমাধ্যমের খবরে।
তবে তাৎক্ষণিকভাবে হাফিজ সেই প্রস্তাবে সম্মতি দেননি। তিনি প্রস্তাবটি ভেবে দেখবেন বলে জানান। জাকা আশরাফের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমন প্রস্তাবের জন্য। মূলত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবার, বন্ধু ও নিকট পরিজনদের সাথে এই নিয়ে পরামর্শ করতে চান হাফিজ। যার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি বলে জানিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post