স্পোর্টস ডেস্ক:: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় শাস্তি পেলো পাকিস্তান। তাদের পাঁচটি পয়েন্ট কেটে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া টেস্টে পাকিস্তান দলই শুধু শাস্তি পায়নি, শাস্তি পেয়েছেন দলটির ক্রিকেটাররাও। তাদেরও ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।
পাকিস্তান শাস্তি পেয়েছে স্লো ওভার রেটের কারণে। প্রোটিয়াদের বিপক্ষে নির্ধারিত সময়ে পেরিয়ে গেলেও নিজেদের বোলিং শেষ করতে পারেনি পাকিস্তান দল। অতিরিক্ত সময়ে গড়িয়েছে পাঁচ ওভার। কেপটাউন টেস্টে কাল দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরে যায় পাকিস্তান। খেলা শেষে আম্পায়াররা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেন।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ দোষ স্বীকার করে নেন ম্যাচ রেফারির কাছে। ফলে আনুষ্ঠানিক শুনানীর আর প্রয়োজন পড়েনি। টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত ওভার রেটের চেয়ে এক ওভার কম করলে ১ পয়েন্ট কাটা যাবে। পাকিস্তান সেখানে পাঁচ ওভার পিছিয়ে ছিলো। তাই তাদের পাঁচ পয়েন্ট কাটা হয়েছে। আর এতে করে লাভ হয়েছে বাংলাদেশের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হবে না টাইগারদের।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত ওভার রেটের চেয়ে ১ ওভার পিছিয়ে থাকলে দলের প্রত্যেকের ম্যাচ ফির ৫% করে জরিমানা করা হবে। সেই হিসেবে পাকিস্তান পাঁচ ওভার কম করায় দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫% করে কেটে নেওয়া হয়েছে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩–২৫ চক্রে এ নিয়ে মোট ১৩ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। কেপটাউণ টেস্টের জন্য সবশেষ ৫ পয়েন্ট কেটে নেওয়ায় লাভ হয়েছে বাংলাদেশের। পয়েন্ট তালিকার তলানিতে থেকে আগের দুই চক্র শেষ করা বাংলাদেশ এবার আর তলানিতে নেই। বর্তমানে শতকরা ৩১.২৫ পয়েন্ট নিয়ে তালিকার সাতে আছে বাংলাদেশ। পাকিস্তান শতকরা ২৪.৩১ পয়েন্ট নিয়ে আটে এবং ওয়েস্ট ইন্ডিজ শতকরা ২৪.২৪ পয়েন্ট নিয়ে নয়ে। এবারের চক্রে বাংলাদেশের আর কোনো ম্যাচ বাকি নেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০