স্পোর্টস ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেল পাঞ্জাব কিংস। শুক্রবার বিশ্বরেকর্ড গড়ে জিতল তারা। কলকাতার করা ২৬১ রান তাড়ায় ৮ উইকেটে জিতেছে পাঞ্জাব। জনি বেয়ারস্টো দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন। শেষদিকে ঝোড়ো ফিফটি হাঁকান শশাঙ্ক সিং। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই এখন সর্বোচ্চ রান তাড়ায় পাওয়া জয়ের বিশ্বরেকর্ড।
পাঞ্জাব-কলকাতা ম্যাচে যত রেকর্ড-
- এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার জয়।
- ম্যাচে ছক্কা হয়েছে সর্বমোট ৪২টি। টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। এর আগে ৩৮ ছক্কা হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে, এবারের আইপিএলেই।
- আইপিএলের ইতিহাসে প্রথমবার দুই দলের দুজন করে মোট ৪ জন ওপেনার পেলেন পঞ্চাশ ছাড়ানো ইনিংসের দেখা।
- দুই দল মিলিয়ে রান করেছে ৫২৩। টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে এটি। সমান রান হয়েছে এবারের আসরের হায়দরাবাদ এবং মুম্বাইয়ের ম্যাচটিতে। ৫৪৯ রান নিয়ে সবচেয়ে উপরে আছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ, এটিও এবারের আসরের।
- পাওয়ারপ্লে থেকে ৯৩ রান তুলেছে পাঞ্জাব কিংস, আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ। সব মিলিয়ে আইপিএলের ইতিহাসে ২৫০ বা তার বেশি রান হয়েছে ৯ বার, এর মধ্যে ৫ বারই হল সর্বশেষ ১০ দিনের মধ্যে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post