স্পোর্টস ডেস্ক:: পিএসজিতে সম্পর্ক ভালো যাচ্ছে না নেইমারের। ক্লাব ছাড়ছেন তিনি। লোভনী প্রস্তাবও অপেক্ষা করছে তার জন্য। সৌদীর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদী পাবলিক ইনভেস্ট ফান্ড (পিআইএফ)’র দল নিউক্যাসল ইউনাইটেড দলে নিতে চাচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে।
২০১৭ সালে ‘রেকর্ড’ ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমিয়ে ছিলেন এই তারকা। ফরাসি ক্লাবটি যে স্বপ্ন ও আশা নিয়ে তাকে দলে ভিড়িয়েছে, সেই আশা পূরণ হয়নি। ইউরোপ সেরার মঞ্চে সাফল্য মিলেনি ক্লাবটির।
নেইমারের পর পিএসজি এমবাপে-মেসিদেরও দলে ভেড়ায়। সময়ের সেরা তারকাদের নিয়েও সাফল্য নেই দলটির। কেবল নিজেদের লিগে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া। সাফল্যের বদলে ক্লাবে শুরু হয় নানা বিবাদও। নেইমার-এমবাপের বিবাদ প্রকাশ্যে এসেছে অনেকবার।
ক্লাব কর্মকর্তা ও কোচদের সঙ্গেও ব্রাজিলিয়ান তারকার সময় ভালো যাচ্ছে না। হচ্ছে না বনিবনা। ফরাসি ক্লাবটিতে যাওয়ার পর থেকে ইনজুরিও ছাড়ছে না তাকে। মৌসুমের বেশির ভাগ সময়ই থাকতে হয় ইনজুরিতে। ফলে পিএসজির কর্তারাও কিছুটা নাখোশ এই তারকার উপর।
সব মিলিয়ে নেইমারের ক্লাব ছাড়া সময়ের ব্যাপার মাত্র। তাহলে তার পরবর্তী গন্তব্য কোথায়া হচ্ছে? স্পোর্টসকিডা জানিয়েছে, নেইমারের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে নিউক্যাসেল। সৌদীর যুবরাজের মালিকানাধীন ক্লাবটি ব্রাজিলিয়ান তারকাকে অফার দিয়েছে।
এছাড়াও বিকল্প প্রস্তাব আছে আরেকটি। ম্যানচেস্টার ইউনাইটেডর রাইড উইঙ্গার বার্নান্দো সিলভার সাথে বদলী চু্ক্তিতেও ক্লাব ছাড়তে পারেন তিনি। পিএসজি সিটির এই তারকাকে নিজেদের শিবিরে নিতে চাইছে। ফলে নেইমারের সঙ্গে অদল-বদলও হওয়ার মতো চুক্তিও হতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post