স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহদের লিভারপুল পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ওয়েস্ট হামের বিপক্ষে। প্রথমার্ধে পিছিয়ে পড়া লিভারপুল দুই গোল দিয়ে ম্যাচ জিতেছে ২-১ ব্যবধানে।
টেবিলের তলানির দল ওয়েস্ট হাম শুরুতে একটি গোল ছাড়া আর তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। একচেটিয়া আধিপত্য ধরে রেখেই খেলেছে সালাহরা। শেষ পযৃন্ত তাই ওয়েস্ট হামকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
ম্যাচে ৭২ শতাংশ সময়ই বল লিভারপুলের নিয়ন্ত্রণেই ছিলো। সালাহদের ৮৩৮ পাসের বিপরীতে ওয়েস্ট হামের পাস ছিলো মাত্র ২৭। সালাহদের ৪ শট অন টার্গেটের বিপরীতে ওয়েস্ট হাম মাত্র দুই শট নিয়ে ছিলো।
তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ওয়েস্ট হাম। ম্যাচের ১২তম মিনিটেই লুকাস পাকেতার গোলে লিড নেয় ওয়েস্ট হাম। এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্লাবটি। ম্যাচের ১৮তম মিনিটেই সমতায় ফেরে লিভারপুল। কোডি গাকপো গোলে ম্যাচের স্কোর লাইন ১-১ হয়। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে ওয়েস্ট হাম পেরে উঠেনি। লিভারপুলের একাধিক আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয় তাদেরকে। ম্যাচের ৬৭তম মিনিটে জোয়েল মাতিপের গোলে লিড নেয় লিভারপুল। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
৩২ ম্যাচে ১৫ জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে নয় জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে আছে ওয়েস্ট হাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post