স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় তুলে নিয়েছে লিভারপুল। পিছিয়ে পড়েও অলরেডরা ঘুরে দাঁড়িয়েছে মোহাম্মদ সালাহ ও হার্ভে এলিয়টের গোলে। তবে ম্যাচে এক গোল ও এক এসিস্ট করে নায়ক সালাহ। স্পর্শ করেছেন মাইলফলকও। ক্রিস্টাল প্যালেসকে এতে করে ২-১ গোলে হারিয়েছে দলটি। আর এই জয়ে ইপিএলের শীর্ষস্থান দখলে নিয়েছে লিভারপুল।
ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠ সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলার চেষ্টা করে লিভারপুল। তবে পুরোপুরি ছন্দ খুঁজে পাচ্ছিল না। উল্টো চাপ দেওয়ার চেষ্টা করে ক্রিস্টাল প্যালেস। এর মধ্যে স্বাগতিকরা একটি পেনাল্টি পেলেও, ভিআরএরে সেটি বাতিল হয়ে যায়। এর বাইরে সুযোগ তৈরি হয়েছিল দুই দলের। শেষ পর্যন্ত প্রথমার্ধে আসেনি কোনো গোল।
ম্যাচের ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধে গিয়ে। যেখানে ৫৭তম মিনিটে স্পট কিক থেকে গোলের দেখা পায় ক্রিস্টাল প্যালেস। ডি-বক্সের ভেতর ফাউলের সুবাধে এবার সেই ভিএআরের সহায়তায় মাধ্যমে পেনাল্টি পেয়ে যায় দলটি। আর সেখান গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে মাতান জিয়ান-ফিলিপে মাতেতা।
৭৫তম মিনিটে ম্যাচে দ্বিতীয় বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়ে ক্রিস্টালের ফরোয়ার্ড জর্ডানকে। আর ঠিক এক মিনিট পরেই ম্যাচে ফিরে লিভারপুল। মোহাম্মদ সালাহ গোল করে দলকে সমতায় ফেরান। স্পর্শ করেন মাইলফলকও। লিভারপুলের জার্সিতে সব মিলিয়ে ২০০ গোল পূরণ করেন সালাহ। যা ক্লাবটির ইতিহাসে পঞ্চম বার এমনটা কেউ করলো। এছাড়া প্রিমিয়ার লিগেও ১৫০ গোল করেছেন অলরেডদের জার্সিতে।
ম্যাচ যখন প্রায় ড্র’য়ের পথে এগোচ্ছিল, তখনই প্রেক্ষাপটে হাজির এলিয়ট। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের এক মিনিটের মাথায় সালাহর এসিস্ট থেকে গোল করে দলকে জয়ের স্বাদ এনে দেন ম্যাচে বদলি হিসেবে নামা এই মিডফিল্ডার। এই জয়ে কৃতিত্ব আছে এলিসন বেকারেরও। দারুণ কিছু সেইভ করেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল। তাদের থেকে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্সেনাল। এদিকে ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে ক্রিস্টাল প্যালেস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post