স্পোর্টস ডেস্ক:: প্রথমবারের মতো বিশ্বকাপ উগান্ডা। যে কোনো ফরম্যাটে বিশ্বকাপে এবারই প্রথম অংশ নিচ্ছে দেশটি। ৪ জুন দিনটা উগান্ডার মানুষের জন্য অবিস্মরণীয়। ইতিহাস হয়ে থাকবে। কাঙ্খিত এ দিনের অপেক্ষায় দেশটির সাধারণ জনগণ। আফগানিস্তানের বিপক্ষে সেদিনই বিশ্ব মঞ্চে মাঠে নামবে উগান্ডা।
বিশ্বকাপে মাঠে নামার আগে দেশটির অধিনায়ক জানিয়েছেন, ৪ জুনের জন্য অনেক রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। শুধু দেশের মানুষই নয়, বিশ্বসেরা তারকাদের বিপক্ষে, বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে খেলতে পেরে রোমাঞ্চিত উগান্ডার ক্রিকেটাররা।
উগান্ডার অধিনায়ক ব্রায়ান মুসাবা জানিয়েছেন বিশ্বকাপে ভালো শুরুর অপেক্ষায় তারা। তিনি বলেন, ‘আমাদের জন্য অনেক বড় ম্যাচ, বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ, উগান্ডার ইতিহাসেই এটা প্রথম। আমরা খুবই রোমাঞ্চিত ম্যাচটা খেলার জন্য। অবশ্যই কিছুটা নার্ভাসনেস আছে কিন্তু আমাদের মনোযোগ খেলায় রাখতে হবে। চেষ্টা করতে হবে আমাদের যে ফল দরকার, সেটা বের করে নেওয়ার কারণ আমাদের টুর্নামেন্টের শুরুটা ঠিক পথে ভালো ফল নিয়ে করতে হবে।’
সরকার ও দেশের জনগণ বিশ্বকাপে দেশের অংশ গ্রহণ দেখার অপেক্ষায় আছেন জানিয়ে অধিনায়ক বলেন, ‘আমাদের দেশে এখন অনেক রোমাঞ্চ কাজ করছে। এটা কেবল আমাদের প্রথম বিশ্বকাপই নয়, উগান্ডার তৃতীয় খেলা হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছি আমরা। এটা কোনো ছোট অর্জন নয়। শুধু ক্রিকেট কমিউনিটিই না, অন্য খেলার মানুষ ও এমনকি সরকারও আমাদের সমর্থন দিচ্ছে।’
তিনি বলেন, ‘এই দলটা যা অর্জন করেছে এজন্য পুরো দেশই গর্বিত। তারা চায়, আমরা গর্বের সঙ্গে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করি। আমাদের জন্য এটা অনেক বড় দায়িত্ব। এটা এখন শুধু ক্রিকেটের ব্যাপারই নয়, আমরা পুরো দেশের আশাই পেছনে বয়ে বেড়াচ্ছি।’
বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলার চেষ্টা করবেন জানিয়ে উগান্ডা অধিনায়ক বলেন, ‘আমি বিশ্বাস করি যদি কিছু ছোট দেশকে সুযোগ দেওয়া হয় খেলার, তারা বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারবে। যেভাবে পাপুয়া নিউগিনি খেলেছে, আমরা খুব খুশি। তেমন কিছুর পুনরাবৃত্তি করতেই আমরা আগামীকাল চেষ্টা করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post