স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের ‘কিংবদন্তী’রা খেলেছেন ১০ নম্বর জার্সিতে। পেলে, কাকা, রিভেলিনো, জিকো, রাই, রিভালদো-নেইমাররা মাঠে নেমেছেন ‘ঐতিহাসিক’ ১০ নরম্বর জার্সি পড়ে।এবার কোপায় রদ্রিগো পাচ্ছেন সেই জার্সি।
নেইমারের অনুপস্থিতিতে রদ্রিগো আগেও বিভিন্ন সময় নেমেছেন ১০ নম্বর জার্সি পরে। এবার কোপার মতো বড় আসরেও পাচ্ছেন এই জার্সি। ব্রাজিল ফুটবলের ‘কিংবদন্তী’রা এই জার্সি পড়ে খেলে সাফল্য পেয়েছেন। আলাদা একটা মর্যাদা আছে দশ নম্বর জার্সির। এবারের কোপা আমেরিকায় আইকনিক এই জার্সির মর্যাদার ভার বইতে যাচ্চে রদ্রিগোর কাঁধে।
কোপায় গুরুত্বপূর্ণ ৭ নম্বর জার্সিতে ভিনিসিউস জুনিয়র। ১১ নম্বর জার্সিতে দেখা যাবে রাফিনিয়াকে। ৯ নম্বর জার্সি পরে খেলবেন এনদ্রিক। গোলকিপারের ১ নম্বর জার্সি থাকছে আলিসনের পিঠেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post