স্পোর্টস ডেস্ক::ব্রাজিলের ‘কিংবদন্তী’ পেলেকে শ্রদ্ধা জানিয়েই ক্লাব ফুটবলে ফিরলেন লিওনেল মেসি। লিগ ওয়ানে অঁজের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত এই মহাতারকার প্রতি শ্রদ্ধা জানান বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
ম্যাচ শুরুর আগে মেসি ‘অমর পেলে’ লেখা সাদা টি-শার্ট পরে ছিলেন। একই টি-শার্ট পরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও। দুই দলের ফুটবলাররা এক মিনিট নিরবতাও পালন করেন কিংবদন্তীর প্রতি শ্রদ্ধা জানিয়ে।
বিশ্বকাপ জেতার প্রায় মাস খানেক পর ক্লাব ফুটবলে মাঠে নামলেন আর্জেন্টাইন অধিনায়ক। তিন সপ্তাহের বেশি সময় পর মাঠে ফিরলেও আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি।
পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচটিতে মাঠে নামেন মেসি। এটিই ছিলো কেবল স্বাভাবিকের বাইরে। বিশ্বজয়ী মেসি তাছাড়া অন্য সবক’টা ম্যাচের মতোই খেলতে নামেন অঁজের বিপক্ষে। বিশ্বকাপ জেতা মেডেল প্রদর্শন বা বাড়তি কোনো উদযাপন ছিলো না তার।
লিগ ওয়ানের ম্যাচটির শুরুতেই উগো একিতির গোলে লিড নেয় পিএসজি। ম্যাচের ৫ম মিনিটেই দলকে এগিয়ে দেন এই তারকা। প্রথমার্ধে অবশ্য আর ব্যবধানে বাড়াতে পারেনি ফরাসি ক্লাবটি। অঁজেও ফিরতে পারেনি ম্যাচে। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় দলটিকে।
দ্বিতীয়ার্ধে মেসি পান গোলের দেখা। বিরতির পর ম্যাচের ৭২তম মিনিটে আর্জেন্টাইন জাদুকর বল পাঠান অঁজের জালে। পিএসজি লিড নেয় ২-০ ব্যবধানে। ম্যাচের বাকীটা সময় আর গোলের দেখা পায়নি কোনো দল। পিএসজি তাই জয় নিয়েই মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post