নিজস্ব প্রতিবেদক:: সিলেটের পেসার তানজীম সাকিবকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে সিলেট স্ট্রাইকার্সের শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে বাজে আচরণের জন্য এই শাস্তি পেয়েছেন তিনি।
তানজীম সাকিব নিষিদ্ধ হওয়ায় বিসিবির অধীনে যে কোনো টুর্নামেন্টে তিনি আগামি দুই ম্যাচ খেলতে পারবেন না। সিলেট স্ট্রাইকার্সের বিপিএল যাত্রা শেষ হওয়ায় বিপিএলে তাই নিষেধাজ্ঞা কাটবে না। বিপিএল শেষে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সাকিবের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অর্থাৎ আগামি ডিপিএলে সাকিব যেই দলের হয়ে খেলবেন, সেই দলের হয়ে তিনি দুই ম্যাচ খেলতে পারবেন না।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে চিটাগাং কিংসের বিপক্ষে। ইনিংসের তৃতীয় ওভারে কিংসের ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ককে আউট করে আক্রমণাত্মক ভঙ্গিতে কিছু একটা বলেন তানজিম সাকিব। দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খান ম্যাচ শেষে ম্যাচ রেফারির নিকট রিপোর্ট করেন।
ম্যাচ রেফারি এহসানুল হক সেজান তানজিম সাকিবকে একটি ডিমেরিট পয়েন্ট দেন। বিপিএলে এর আগে খুলনা টাইগার্সের পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের ওপর চড়াও হয়েছিলেন সাকিব। যার কারণে শাস্তি হিসেবে তখন তাকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী এক জন ক্রিকেটার দু্ই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে পরবর্তী দুই ম্যাচ নিষিদ্ধ থাকবেন। তবে বিপিএল ঘরোয়া টুর্নামেন্ট হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে এই শাস্তি কার্যকর নয়। ফলে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০