স্পোর্টস ডেস্ক:: মুশফিকুর রহিম সাধারণত চার পাঁচেই ব্যাটিং করেন। তবে গেলো কয়েক মাস থেকে ছয়ে ব্যাটিং করছিলেন। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার ব্যাটিং করেছে সাতে। অভিজ্ঞ এই ব্যাটার এত পরে ব্যাটিংয়ে নামলেন কেন? এ নিয়েই উঠেছে প্রশ্ন।
অবশ্য এবার জানা গেলো মুশফিকের পরে ব্যাটিংয়ের নামার কারণ। প্রথম ওয়ানডেতে উইকেটেকিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। প্রাথমিক চিকিৎসা শেষে ব্যাটিংয়ে নামতে তাই বিলম্ব হয়েছে তার। এই চোটের কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে পারবেন না বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলতে পারবেন কিনা সেটি অবশ্য এখনো নিশ্চিত নয়। আজ আঙুয়ের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরই সিদ্ধান্ত জানা যাবে। প্রথম ওয়ানডেতে বিপর্যয়ের সময় ব্যাট করতে নামা মুশফিক মাত্র রান করেন তিন বল খেলে। ছয় উইকেট শিকার করা গাজানফারের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি।
জানা গেছে, আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে সময় বাঁ হাতের আঙুলে আঘাত পান মুশফিকুর রহিম। ম্যাচ শেষে কাল রাতেই করানো পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এরপর ধরা পড়ে আঙুলের হাড়ে চিড় বা ফাটল ধরেছে। তবে বিস্তারিত আরো জানার জন্য আজকে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে হাতের।
বেশ কিছু দিন ধরেই চোট নিয়ে খেলছেন মুশফিক।পাকিস্তান সিরিজে কাঁধে চোট পেয়ে ছিলেন। বিশেষ ব্যবস্থায় খেলেছেন সাউথ আফ্রিকা সিরিজ। ব্যাটিং, ফিল্ডিংয়ে কিছু বিধি নিষেধ মেনে চলতে হয়েছে তাকে। এবার আফগানিস্তান সিরিজে আঙুলের চোট নতুন করে শঙ্কা বাড়ালো। এমনিতেই সিরিজের প্রথম ম্যাচ হেরে চাপে আছে বাংলাদেশ। এমন ভঙ্গুর ব্যাটিংলাইন চিন্তা ধরাচ্ছে। তার ওপর মুশফিকের চোট সেই চিন্তা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
আফগানিস্তান সিরিজ শেষ করেই বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। তার আগে সিনিয়র এই ক্রিকেটারের সুস্থ হয়ে যাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০