নিজস্ব প্রতিবেদকঃ টানা তিন হারে বিপিএল শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। এখনও জয়ের দেখা না পাওয়া দলটি নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যেই।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। যার ফলে আগে ফিল্ডিং করবে শুভাগত হোমের নেতৃত্বাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তাজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, তানজিম হাসান সাকিব, দুশান হেমন্ত, রেজাউর রহমান রাজা ও রায়ান বার্ল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
শুভাগত হোম (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহদাত হোসেন দিপু, নজিবউল্লাহ জাদরান, সৈকত আলি, টম ব্রুস, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন ও বিলাল খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post