স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ সালের আসরের জন্য মিনি নিলাম চলছে দুবাইয়ে। যেখানে শেষ মূহুর্তে এসে দল পেয়েছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার। তবে এর মধ্যে ঝড় তুলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো। প্রথম দফায় অবিক্রিত থাকলেও, দ্বিতীয় দফায় চড়া মূল্যে দল পেয়েছেন।
প্রথম ডাকে কেউই আগ্রহ দেখায়নি রুশোকে নিয়ে। বাঁহাতি এই ব্যাটারকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে একেবারে প্রথম সেটে ডাকা হয়। তবে অবিক্রিত থাকেন। নিলামের শেষ দিকে এসে ফের নাম তোলা হয় তার। আর সেখানে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার লড়াই হয় তাকে নিয়ে। দুই দলেরই ১০ কোটি রুপির বেশ অর্থ বাকি ছিল। শেষ পর্যন্ত দুই দলের কাড়াকাড়ির পর ৮ কোটি রুপিতে রাইলি রুশোকে দলে নেয় প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।
দ্বিতীয় দফার ডাকে আরও বেশ কয়েকজন ক্রিকেটার দল পেয়েছেন। নিউজিল্যান্ডের লকি ফার্গুসনকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আফগানিস্তানের মুজিব উর রহমানকে ২ কোটি, ইংল্যান্ডের গুস অ্যাটকিনসনকে ১ কোটি ও মনিষ পাণ্ডকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
মুম্বাই ইন্ডিয়ান্স ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবিকে। দিল্লি ক্যাপিটালস ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে উইন্ডিজের শাই হোপকে দলে ভিড়িয়েছে। এবারই প্রথমবার আইপিএল খেলবেন তিনি। তবে প্রথম দফার মতো দ্বিতীয় দফার ডাকেও দল পাননি স্টিভ স্মিথ, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, মাইকেল ব্রেসওয়েল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post