স্পোর্টস ডেস্কঃ প্যারিস অলিম্পিকে জ্যাভেলিন থ্রো-র সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম। স্তাদ দঁ ফ্রান্সে গতকাল এ ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন ২৭ বছর বয়সী নাদিম।
টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরাকে পেছেন ফেলে এই সোনা জিতলেন আরশাদ। ৯২.৯৭ মিটার পেরিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন আরশাদ, ভেঙেছেন ২০০৮ সালে বেইজিংয়ে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের (৯০.৫৭ মিটার) রেকর্ড। চোপরা ছুঁড়েছেন ৮৯.৪৫ মিটার।
এদিকে প্যারিসে গতকাল ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (৮৮.৫৪)। এর আগে টোকিওতে পঞ্চম হওয়া নাদিম ২০২২ সালে কমনওয়েলথ গেমসে জেতেন সোনা। সেই ইভেন্টে ছিলেন না চোপরা। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোপরার পেছনে থেকে রুপা জেতা নাদিম এবার হয়ে গেলেন অলিম্পিক চ্যাম্পিয়নই।
পাকিস্তান এর আগে অলিম্পিকে তিনবার সোনা জিতেছিল। ১৯৬০, ১৯৬৮ ও ১৯৮৪ অলিম্পিকে- তিনবারই সোনা জিতেছে দলগত ইভেন্ট ছেলেদের হকিতে। এর আগে দেশটিতে শেষবার অলিম্পিক পদক গিয়েছে ১৯৯২ সালে, সেটাও হকির হাত ধরেই। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানকে সোনা এনে দিলেন নাদিম, সেটাও ভারতের চোপড়াকে হারিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০