স্পোর্টস ডেস্কঃ প্যারিস অলিম্পিকে আর্চারিতে হতাশই করলেন আর্চার সাগর ইসলাম। প্রথম রাউন্ডে সরাসরি সেটে বাদ পড়েছেন তিনি। ইতালির মাউরো নেসপলির বিপক্ষে দাঁড়াতেই পারেননি সাগর। হেরেছেন ৬-০ পয়েন্টের ব্যবধানে।
প্রথম সেটেই শুরুটা ভালো হয়নি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ৭৩তম স্থানে থাকা সাগরের। তিন শটে যথাক্রমে ৮, ৯, ১০ মিলিয়ে ২৭ স্কোর করেন তিনি। অন্যদিকে র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা নেসপোলি করেন ৩০। দ্বিতীয় সেটের শুরুটা আরও খারাপ হয় সাগরের। প্রথম অ্যারোতে তিনি মাত্র ৭ স্কোর করেন। তবে এ সেটটাতেই যা একটু লড়াই জমাতে সক্ষম হন বাংলাদেশী আর্চার। পরের দুই অ্যারোতে সাগরের স্কোর ১০ ও ৯। ওদিকে প্রথম দুই অ্যারোতে ৮ ও ৯ স্কোর করা নেসপোলির জিততে শেষ অ্যারোতে সরকার পড়ে ১০। তিনি ‘বুলস আই’ বা ‘পারফেক্ট টেন’ মেরে ২৭-২৬ স্কোরে সেটটা বাগিয়ে নেন।
আর সবশেষ সেটে সাগরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিন অ্যারো থেকে এই তরুণ যথাক্রমে ৮, ৯ ও ৮ মেরে তোলেন মাত্র ২৫ স্কোর। নেসপোলি ৯, ৯ ও ১০ মেরে ২৮ পয়েন্ট তুলে সহজেই সেটটা জিতে নিয়ে চলে যান রাউন্ড অব থার্টি টু বা সেরা বত্রিশজনের দলে। সাগর বিদায় নেন শূন্য হাতে। এদিকে প্যারিসে র্যাঙ্কিং রাউন্ডেও সাদামাটা ছিলেন সাগর। ৬৫২ স্কোর করে ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫ তম হন এই ১৮ বছর বয়সী আর্চার। ৩৬ বছর বয়সী নেসপোলি র্যাঙ্কিং রাউন্ডে ৬৭০ স্কোর গড়ে হয়েছিলেন ২০তম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post