স্পোর্টস ডেস্কঃ ১৬ বছরে আইপিএল অধরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পুরুষ দলের। কিন্তু নারী আইপিএলের দ্বিতীয় বছরই শিরোপা জয়ের স্বাদ পেল দলটি। ইতিহাস লিখলেন স্মৃতি মান্ধানা, সোফি ডিভাইন, এলিসা পেরিরা। রোববার ফাইনালে আগে ব্যাট করে ১১৩ রানে দিল্লি ক্যাপিটালসকে আটকে দেয় ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে নেয় তারা।
আগে ব্যাট করতে নেমে মাত্র ৭ ওভারে ৬৪ রান তুলে নিয়েছিল দিল্লি। অষ্টম ওভারে বল করতে আসেন সোফি মলিনক্স। ওই ওভারেই খেলা ঘুরে যায়। প্রথম বলে শেফালি ভার্মা আউট হয়ে যান। তৃতীয় বলে আউট জেমাইমা রদ্রিগেজ। চতুর্থ বলে বোল্ড এলিস ক্যাপ্সি। এক ওভারে তিন উইকেট তুলে দলকে চালকের আসনে বসিয়ে দেন মলিনক্স। ওই ধাক্কা সামলাতে পারেনি দিল্লি। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা।
শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১১৩ রানে অল আউট হয়ে যায় দিল্লি। ২৭ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন শেফালি। ৩ ছক্কা ও ২ চার হাঁকান তিনি। ২৩ বলে ২৩ রান করেন মেগ লানিং। ব্যাঙ্গালোরের হয়ে শ্রেয়াঙ্কা পাটিল নেন ৪ উইকেট। সোফি মলিনক্স নেন ৩ উইকেট। ২ উইকেট নেন আশা সোভানা। জবাব দিতে নেমে ব্যাঙ্গালোরও শুরুটা খারাপ করেনি। তবে ২৭ বলে ৩২ করে ডিভাইন আউট হয়ে যান। ৩৯ বলে ৩১ করে সাজঘরে ফেরেন দলের অধিনায়ক স্মৃতি। শেষ পর্যন্ত এলিসা পেরি এবং রিচা ঘোষ মিলে ব্যাঙ্গালোরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। রিচা ১৪ বলে ১৭ করে অপরাজিত থাকেন। ৩৭ বলে ৩৫ করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পেরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post