স্পোর্টস ডেস্কঃ আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাসপ্রিত বুমরাহ। জুনের সেরা খেলোয়াড়ের তালিকায় বুমরাহ ছাড়াও ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাদের দুজনকে পেছনে ফেলে পুরস্কারটি জিতলেন বুমরাহ।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮.২৬ গড়ে ১৫টি উইকেট শিকার করেন বুমরাহ। রান খরচায় ছিলেন বেশ কিপ্টে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপে বুমরাহর ওভার থেকে গড়ে ৪.১৭ করে রান তুলতে পেরেছে প্রতিপক্ষ ব্যাটাররা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্রেফ ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। বারবাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে অবিশ্বাস্য বোলিং করেন বুমরাহ। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে ধরেন দুই শিকার।
এদিকে নারী ক্রিকেটেও সেরার পুরষ্কার জিতলেন ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ভারত নারী দলের এই ওপেনার জুনের সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের মাইয়া বুশিয়ার ও শ্রীলঙ্কার ভিশ্মি গুনারত্নেকে। ঘরের মাঠে গত মাসে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে ভারতীয় নারী দল। একমাত্র টেস্ট জেতে ১০ উইকেটে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মান্ধানা করেন ৩৪৩ রান, নেন ১ উইকেট। বেঙ্গালুরুতে প্রথম দুই ম্যাচে সেঞ্চুরির (১১৭ ও ১৩৬) পর শেষ ম্যাচে করেন ৯০। আর চেন্নাই টেস্টে এক ইনিংস ব্যাটিং করেই করেন ১৪৯ রান। ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্যের পর মাসসেরার পুরস্কারটা প্রাপ্যই ছিল ২৭ বছর বয়সী ওপেনারের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post