স্পোর্টস ডেস্কঃ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। যা টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার টাইগ্রেসদের কোনো পরিত্যক্ত ম্যাচ এটি। বুধবার কিম্বার্লিতে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু ম্যাচে খেলা হতে পারে মাত্র ৮ বল। এরপর হানা দেয় বৃষ্টি।
এর আগে ৩ ডিসেম্বর ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টিতে ১১ বছর পর হারায় নিগার সুলতানার দল, যেটি ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের যেকোনো সংস্করণে প্রথম জয়। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ জয়ের উৎসব করতে পারত লাল-সবুজের প্রতিনিধিরা। অবশ্য আগামী শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে সেই সুযোগ থাকছে নিগার সুলতানা-শামিমা সুলতানাদের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন শামিমা। পরের ওভারে ২ বল হতেই নামে বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আর খেলা শুরু করা যায়নি। খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭ রান। প্রায় এক ঘণ্টা পর বৃষ্টি থামলেও বজ্রপাত ছিল বলে আম্পায়াররা খেলা শুরু করার অপেক্ষা করেন। মাঠও ঢাকা থাকে কাভারে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। কিম্বার্লিতে আগামী শুক্রবার হবে তৃতীয় ও শেষ ম্যাচ। পরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post