স্পোর্টস ডেস্কঃ সৌদি আরব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণে দেশটির অল স্টার ফুটবল দলের মুখোমুখি হয়েছে পিএসজি। বৃহস্পতিবার রাতে লিওনেল মেসি-নেইমারদের বিপক্ষে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিং ফাহাদ স্টেডিয়ামের এই ম্যাচ দিয়ে সৌদির ফুটবলে অভিষেক হলো পর্তুগিজ তারকার।
কিং ফাহাদ স্টেডিয়ামের এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর আবারও মাঠে নামলেন রোনালদো। আর মাঠে নেমেই চমক দেখালেন পর্তুগিজ মহাতারকা। তার পায়ের জাদুতেই শক্তিশালী পিএসজির বিপক্ষে দুইবার পিছিয়ে গিয়েও সমতায় ফিরেছে অল স্টার একাদশ। প্রথমার্ধ শেষে স্কোর লাইল ২-২!
ম্যাচের তিন মিনিটের মাথায় গোল করেই দেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। নেইমারের সহায়তায় দারুণ এক শটে বল জালে জড়ান ‘এলএম টেন’। ৩২ মিনিটে ডি-বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে রোনালদোকে ফাউল করে বসেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস।
নিজের আদায় করা পেনাল্টিতে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা ফেরান রোনালদো। ৪৩ মিনিটে গোল করে পিএসজিকে আবার এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিউস। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান রোনালদো।
পিএসজি একাদশ: কেইলর নাভাস, সার্জিও রামোস, মারকুইনহোস, জুয়ান বারনোট, আশরাফ হাকিমি, ফেবিয়ান রুইজ, রেনেতো সানচেজ, কার্লোস সোলার, লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে।
অল স্টার একাদশ: ডেভিড ওস্পিনা, আলী আল বুলায়হি, আলভারো গনজালেজ, মোহাম্মদ আল বুরায়েক, মুসাব আল জুয়ায়ের, গুস্তাভ সেলুলার, কোনান, অ্যান্ডারসন টেলিসকা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ওডিওন ও মুসা মারেজ্ঞা।
Discussion about this post