স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে ফেলে রেখে চলে গেছে বিসিবি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলাকালে খেলা থামিয়ে তাই প্রতিবাদী হয়ে উঠলেন দুই দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তা ও আম্পায়াররা। বগুড়ার শহীদ চান্দুু স্টেডিয়ামে ম্যাচ থামিয়ে তারা মানববন্ধন করলেন, প্রতিবাদ জানালেন বিসিবির এমন সিদ্ধান্তের।
শহীদ চান্দুু স্টেডিয়াম নিজেদের পরিকল্পনা মতো না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্টেডিয়ামে ফেলে চলে গেছে। স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদকে স্টেডিয়ামে বুঝে নিতে চিঠি দিয়েছে বোর্ড। এরপরই স্টেডিয়াম রক্ষণা-বেক্ষণের কাজে নিয়োজিত জনবল এবং সামগ্রী ঢাকায় নিয়ে যায় বিসিবি।
এ নিয়ে সারা দেশে রীতিমতো আলোচনা-সমালোচনা চলছে। বগুড়ার ক্রীড়া সংঠকেরা প্রতিবাদ জানাচ্ছেন। শনিবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলাকালেও করা হয় মানববন্ধন। গুড়া স্পোর্টস জোন ও মেঘদ্বীপ ক্রীড়া চক্রের ম্যাচ থামিয়ে খেলার মাঝপথে জানানো হয় প্রতিবাদ।
বগুড়া স্পোর্টস জোন দলের কর্মকর্তা মাহির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বিসিবির এই সিদ্ধান্তে বগুড়ায় উদীয়মান ও নবীন ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন। বগুড়ায় আন্তর্জাতিক মানের যে মাঠ, এটিও নষ্ট হয়ে যাবে। অনতিবিলম্বে এই সমস্যার সমাধান করা হোক।’
বিসিবি বগুড়া স্টেডিয়ামকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারছে না বলে অভিযোগ করে। তারা জানায়, স্থানীয় ক্রীড়া সংস্থা নিজেদের ম্যাচ আয়োজনে মাঠ ব্যস্ত রাখে। যার কারণে যুব লিগের খেলা বগুড়ায় দেওয়া হয় সম্ভব হয়নি। এরপরই বোর্ড বগুড়াকে থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post