স্পোর্টস ডেস্কঃ আসন্ন কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। রোববার সকালে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একাধিক তারকাকে ছাড়াই একাদশ সাজান ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তাতে খেলায় কিছুটা ছন্দপতন দেখা যায় সেলেসাওদের। যদিও ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল তারা।
ফুলহ্যাম মিডফিল্ডার পেরেইরা ম্যাচের পঞ্চম মিনিটে গোল এনে দেন ব্রাজিলকে। সাভিওর পাস থেকে গোল করেন তিনি। প্রথমার্ধে এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। আর্সেনাল ফরোয়ার্ডকে ইয়ান কুতো কাট ব্যাক করেন গোলমুখে। সেখানে বাকিটা অনায়াসে সারেন মার্তিনেল্লি। ৬২তম মিনিটে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যে সুযোগ তৈরি করেছিলেন এন্দ্রিক।
৭৩তম মিনিটে আলেক্সিস ভেগার দুর্দান্ত ক্রসে ব্যবধান কমান কিনোনেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা ফেরান মার্তিনেস। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বাঁদিক থেকে ডি বক্সে ক্রস করেন বদলি নামা ভিনিসিয়াস জুনিয়র। সেখানে এন্দ্রিক বাধা ছাড়াই অনায়াসে লাফিয়ে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন। আগামী বৃহস্পতিবার প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল। ২৪ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে তারা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post